adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট- কারা খেলবেন কোন দলে

BPL-PLAYERনিজস্ব প্রতিবেদক : বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট। দেশি এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফট অনুষ্ঠানে টুর্নামেন্টের সাতটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সাধ্যমতো পছন্দের খেলোয়াড়কে কিনে নেয়।
বাংলাদেশের তারকা খেলোয়াড়রা আগেই বিভিন্ন দলের সঙ্গে যোগদান নিশ্চিত করেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মাশরাফিরা আইকন ক্রিকেটার হিসেবে ভিন্ন ভিন্ন দলে যোগ দেন।
বরিশাল বাদ পড়ায় নতুন দল খুঁজতে হয় মোস্তাফিজুর রহমানকে। ড্রাফটের শুরুতেই ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজকে ৪৫ লাখ টাকায় কিনে নেয় রাজশাহী কিংস।
বিদেশের তারকা খেলোয়াড়দের আগেই কিনে নেয় সাতটি ফ্র্যাঞ্চাইজি। যারা দল পাননি তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ড্রাফট। সেখান থেকে ছয়টি দল দুজন করে বিদেশি খেলোয়াড় কিনে নেন। রংপুর রাইডার্স নেয় তিনজনকে।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বপ্রথম পাকিস্তানি লেগস্পিনারকে উসামা মীরকে কিনে নেয় রাজশাহী কিংস। ড্রাফট অনুষ্ঠানে লটারিতে তিন-তিনবার প্রথম ‘কল’ করার সুযোগ পায় দলটি। বিদেশি খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে দল পান জো ডেনলি, নাজিবুল্লাহ জাদরান, সোলোমন মিরে, সেহান জয়াসুরিয়া, স্যাম হাইন ও চতুরঙ্গা ডি সিলভা।

পেশাদার ক্রিকেটে ততটা পরিচিত নাম না হলেও রাজা আলি দার, আকিল হোসেন, লুইস রিকি এবং গোলাম মোদাসসেররাও দল পান। দ্বিতীয় রাউন্ডে এই বিদেশি খেলোয়াড়দের কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিরা।
আগামী ৩ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। গত আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা। এর আগে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জয় করে ঢাকা। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফির অধীনে শিরোপা ঘরে তোলে।

বিপিএলের পঞ্চম আসরের সাতটি দল হলো- চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।
খেলোয়াড় ড্রাফট শেষে কে কোন দলে দেখে নেয়া যাক-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-
দেশি: আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান

বিদেশি: সোলোমন মিরে, রুম্মান রইস

চিটাগং ভাইকিংস-

দেশি: সানজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, আলাউদ্দিন বাবু, তানভির হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত
বিদেশি: নাজিবুল্লাহ জাদরান, রিকি লুইস

ঢাকা ডায়নামাইটস-
দেশি: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আল সাদ্দাম
বিদেশি: জো ডেনলি, আকিল হোসেন

খুলনা টাইটান্স-
দেশি: নাজমুল হোসেন শান্ত, আবু জাহিদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, ইমরান আলি, মুক্তার আলী, মোহাম্মদ সাইফ হাসান
বিদেশি: সেহান জয়াসুরিয়া, জাফ্রা আর্চার

রংপুর রাইডার্স-
দেশি: শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি
বিদেশি: স্যাম হাইনে, সামিউল্লাহ সেনওয়ারি, জহির খান (আফগানিস্তান)

রাজশাহী কিংস-

দেশি: মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক
বিদেশি: উসামা মীর, রাজা আলি

সিলেট সিক্সার্স-
দেশি: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরীফুল্লাহ
বিদেশি: চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মোদাসসের খান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া