adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার থেকে তেল কেনাবেচায় রসিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না

নিজস্ব প্রতিবেদক : : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে তেল কেনাবেচায় রসিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না। তিনি বলেন, দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর।

আজ মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় এসব কথা জানান তিনি।

এএইচএম সফিকুজ্জামান বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। রমজান পর্যন্ত চাহিদা মেটানো যাবে। যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন সফিকুজ্জামান।

এর আগে গেল শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা জানিয়ে দেশের বাজারে ভোজ্যতেলের দাম আরও বাড়ার ইঙ্গিত দেন।

সে সময় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক বেড়েছে। ভোজ্যতেল আমদানি করে চাহিদা মেটাতে হয় আমাদের। এ অবস্থায়, তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না।

তবে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে বলে জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া