adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রশ্ন- মুসলিম দেশে বিশৃঙ্খলায় লাভবান কারা

BTVডেস্ক রিপাের্ট : ধর্মের নামে জঙ্গি তৎপরতার কারণে মুসলিম দেশগুলোতেই কেন বেশি রক্ত ঝরছে সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যারা অস্ত্র তৈরি ও বিক্রি করে, এতে লাভবান হচ্ছে সেইসব দেশগুলোই।

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশ আয়োজিত ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ইসলাম কখনও হত্যা, জঙ্গিবাদে বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, কেউ অন্যায় করলে বিচার করবেন আল্লাহ স্বয়ং। তার প্রতি বিশ্বাস হারিয়ে কারও হাতে আইন তুলে নেয়া উচিত নয়। এ বিষয়ে মসজিদে মসজিদে প্রচার চালাতে ইমামদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির, সৌহার্দের ধর্ম। যার যার ধর্ম। যে যার ধর্ম পালন করবেন, সেটা পবিত্র কোরআনেই আছে। আমাদের নবী করিম (সা.) নিজের ধর্ম যেমন পালন করেছেন, তেমনি অন্য ধর্মের প্রতিও সম্মান দেখাতেন। কিন্তু আমাদের দুঃখ হয়, ইসলাম ধর্মের নাম ব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা করা হয়। তারা আবার বলে, হত্যা করে তারা বেহেশতে চলে যাবে। এটা বিশ্বাস করাও আমাদের জন্য কঠিন। আমরা মনে করি এটা গুনাহের কাজ, মহাপাপ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, মুসলিম অধ্যুষিত দেশেই মারামারি, বোমাবাজি, খুনখারাবি হচ্ছে। সেখানেই অস্ত্রের ব্যবহার করছে। কিন্তু এই অস্ত্র তৈরি করে কারা, লাভবান কারা হয়? তারা রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলো।’ তিনি বলেন, ‘রক্ত ঝড়ছে মুসলমানদের আর অস্ত্র বিক্রি করে কারা লাভবান হচ্ছে, সেটাই আপনারা একটু চিন্তা করে দেখবেন।’

শেখ হাসিনা বলেন, ‘ইসলাম বিশ্বাসী কিছু লোক এসব জঙ্গিবাদী কর্মকাণ্ড করে বলে পবিত্র ধর্মটা আজকে মানুষের কাছে হেয় হচ্ছে। তারাই আজকে আন্তর্জাতিকভাবে এই ধর্মকে খাটো করে দিচ্ছে।’

আলেম ওলামাদেরকে জঙ্গিবিরোধী প্রচারে নামার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইসলাম যে শান্তির ধর্ম, সৌহার্দের ধর্ম, ইসলাম যে জঙ্গিবাদে বিশ্বাস করে না, নিরীহ মানুষ হত্যায় বিশ্বাস করে না, মানুষ খুন করা বিশ্বাস করে না-এই বিষয়গুলো ব্যাপকভাবে মানুষকে আপনারা বুঝাবেন। কারণ, আপনাদের কথা মানুষ শুনবে, আপনাদের কথা মানুষ নেবে।’

প্রকৃত ইসলামে বিশ্বাসী কেউ জঙ্গিবাদে জড়াতে পারে না বলেও মনে করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা যদি বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, তাহলে যারা মানুষ খুন করে, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ করে তাহলে তারা কি আল্লাহকে বিশ্বাস করে? কেউ যদি সৎ পথে থাকে, সেই বিচারও তিনি করবেন, কেউ যদি ভুল পথে থাকে, তাহলে সেই বিচারও তিনি করবেন। সেই বিশ্বাসটা কেন আমরা রাখতে পারি না? আল্লাহর ওপর বিশ্বাস  হারিয়ে কেন নিজেরাই বিচারের ভার হাতে তুলে নেই আর মানুষ খুন করি ধর্মের নামে?’।

বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতার সংস্কৃতি চালু রাখার তাগিদও দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। যুগ যুগ ধরে বাংলাদেশে এটাই প্রচলিত। সবাই যার যার ধর্ম পালন করবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া