adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ডেস্ক রিপাের্ট : যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষের পর মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানজটে আটকে থাকা গাড়িগুলোর যাত্রীরা।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ছুটির দিনের কারণে ভোর থেকেই পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ অংশে পরিবহনের চাপ ছিল। সকালের দিকে সেতুর ২৬ নং পিলারের কাছে ঢাকাগামী লাশবাহী একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি। এর ফলে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হলেও টোল আদায়ের কারণে যানজট লম্বা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, সেতুর ওপর থেকে দুর্ঘটনাকবলিত লাশবাহী গাড়িটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।- ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া