adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিইউ সম্মেলন নিয়ে প্রশ্ন তােলা মানে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব

HASANনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সম্মেলন নিয়ে বিএনপির প্রশ্ন তোলাকে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন

হাছান মাহমুদ বলেন, ‘আইপিইউ সম্মেলন নিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন বাংলাদেশে নির্বাচিত সংসদ নেই, তাহলে কেন এখানে এ সম্মেলন হচ্ছে।’ তিনি বলেন, ‘এই সম্মেলন বাংলাদেশ সরকার বা জাতীয় সংসদের সিদ্ধান্তে হচ্ছে না। এটি আইপিইউ এর কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে।’

বিশ্বের ১৩২ দেশের পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার ও এমপিদের নিয়ে গত শনিবার ঢাকায় শুরু হয়েছে মর্যাদাপূর্ণ আইপিইউ সম্মেলন। এতে এক হাজারেরও বেশি অতিথি অংশ নেন। এই সম্মেলনকে প্রহসন বলছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যে দেশে জনগণের মানবাধিকার লুণ্ঠিত, যে দেশের সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, সে দেশে আইপিইউ সম্মেলন প্রহসন ছাড়া কিছু নয় বলে মনে করে বিএনপি।’

বিএনপির অভিযোগের জবাব দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, ‘লজ্জার বিষয় হলো এই সম্মেলন নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে; আপত্তি জানিয়েছে। তারা যে গণতন্ত্রকে হত্যা করতে চায়, গণতন্ত্রের অন্তরায়; এটি তার সর্বশেষ বহিঃপ্রকাশ।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ ঘটেছে। তারা গণতন্ত্র চায় না, সেটা নগ্নভাবে প্রকাশ পেয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকবাবে গৃহীত না হলে ঢাকায় এই সম্মেলন হতো না।’ তিনি বলেন, ‘বিএনপির এই বক্তব্য শুধু দেশবিরোধী নয়, গণতন্ত্রবিরোধী। আইপিইউ এর প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন, অংশগ্রহণকারীদের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। বিদেশের কাছে তারা বাংলাদেশের সম্মানহানি করেছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া