adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে আরও বাড়লো

ডেস্ক রিপাের্ট: যুক্তরাষ্ট্রের ডলারের মান ব্যাপক কমেছে। পাশাপাশি দেশটির বন্ড ইল্ড নিম্নমুখী হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বুধবার (১২ জুলাই) কার্যদিবসের শেষ ভাগে মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পদক্ষেপ সম্পর্কে যা ব্যবসায়ীদের স্পষ্ট ধারণা দেবে।

ফলে আপাতত নিরাপদ আশ্রয়ে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে ডলারের মান ব্যাপক কমেছে। বিপরীতে স্বর্ণের দর আরও বৃদ্ধি পেয়েছে।

এ কর্মদিবসে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৩১ ডলার ৮৩ সেন্টে। এ নিয়ে টানা ৩ দিন বেঞ্চমার্কটির দর বাড়লো।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৩৭ ডলার ১০ সেন্টে।

এদিন ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। গত ১১ মে’র পর যা সর্বনিম্ন। এছাড়া বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি ইউএস ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ সস্তা হয়ে গেছে।

ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, নরম মূল্যস্ফীতির রিপোর্ট এলে স্বর্ণের জন্য তা ইতিবাচক হবে। এক্ষেত্রে প্রতি আউন্সের দাম ১৯৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। আমি মনে করি, মূল্যস্ফীতির শক্ত প্রতিবেদনও মূল্যবান ধাতুটিকে ১৯০০ ডলারের নিচে নামাতে পারবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া