adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যম দামের পাতলা ফোন গ্যালাক্সি -এ৮

full_643122516_1441069413আন্তর্জাতিক ডেস্ক : গ্যালাক্সি এ৮ মধ্যম দাম ও মানের সেরা ফোনগুলোর একটি। এর দেহ মাত্র ৫.৯ মিলিমিটার যা গ্যালাক্সির সবচেয়ে পাতলা ফোন হিসেবে এসেছে।

৫.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড পর্দাটি চমৎকার ছবি দেখায়। স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা-কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। এসডিকার্ড স্লটের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বৃদ্ধি করা যাবে। 

পেছনে ১৬ মেগাপিক্সেল এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি বেশ শক্তিশালী, ৩০৫০ এমএএইচ। ডুয়াল সিমের ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ।

এ ফোনের সাইডে রয়েছে মেটাল ফ্রেম। এর কারণে ফোনটিকে দারুণ সুন্দর দেখায়। এ৮-এর স্পিকার গ্রিলটি নিচের দিকে দেওয়া হয়নি। তবে গোটা ডিজাইন বর্তমান সময়কার নতুন স্মার্টফোনগুলোর মতোই।

এ ফোনের পারফরমেন্স খুব ভালো। এর প্রসেসরটি বেশ ভালো পারফরমেন্স দেয়। এতে স্প্লিট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে। এক হাতে ব্যবহারে দারুণ সুবিধা।
এর হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়েছে। এটা চমৎকার কাজ করে। এর ক্যামেরায় দারুণ ছবি ওঠে। ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্টের কারণে ভালো মানের সেলফি ওঠে।

বাংলাদেশের বাজারে এর দাম এখনো জানা যায়নি। তবে ভারতের বাজার দাম ধরা হয়েছে ৩২ হাজার ৫০০ রুপি। মধ্যম দামের ফোন ধরা হলেও অনেকের কাছে কিছুটা বেশি বলেই মনে হচ্ছে। সূত্র : ইন্ডিয়ানএক্সপ্রেস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া