adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ পার্লামেন্টের পুরস্কার পেলেন শাহরুখ খান

হাউস অব কমনসে পুরস্কার নেওয়ার পর কথা বলছেন শাহরুখ (ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস)বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান পেলেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের পুরস্কার। পুরস্কারের নাম গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড। 
শনিবার রাতে তার হাতে এ পুরস্কার তুলে দেন হাউস অব কমনসের স্পিকার। সমাজহিতৈষী কাজে সংযুক্ত থাকা এবং চলচ্চিত্রে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। 
পুরস্কার নেওয়ার পর ৪৮ বছর বয়সী সুপারস্টার শাহরুখ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড আমার জন্য বিশাল সম্মানের। দিনটি আমার জন্য একটি বিশেষ দিন।
বিনয়ের সুরে শাহরুখ উল্লেখ করেন, ‘আমি ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে নিরন্তর কাজ করে যাচ্ছি। তিনি জানান, তার বয়স যখন ২৭ সেই সময় তিনি প্রথম ব্রিটেনে যান। তার প্রথম ছবি ‘বাজিগর’-এর কাজে তিনি সেবার ব্রিটেনে পা রাখেন। শাহরুখ বলেন, ‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড ভালো কাজে আমাকে আরো উতসাহিত করবে। অবহেলিত মানুষদের জন্য আমি যতটা পারি চেষ্টা করে যাব, কিছু-না-কিছু করার।’ তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া