adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে সড়কে প্রাণ গেল ৪১৮ জনের

নিজস্ব প্রতিবেদক : কমছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। গত মাসেও (ডিসেম্বর) সারাদেশে ৬৬ জন শিক্ষার্থীসহ ৪১৮ জনের মৃত্যু হয়েছেন। মোট নিহতের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯ জন শিশু রয়েছে।

শনিবার (১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত মাসে সারাদেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত ৪১৮ জনের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৭৮ জনের মৃত্যু হয়। যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়াও নিহতদের মধ্যে ১২৭ জন পথচারী এবং ৬৯ জন যানবাহন চালক বা হেলপার রয়েছে।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ১৬টি দুর্ঘটনায় নিহত ১৯ জন।

এ ছাড়া একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৩টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। ৩টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। রাজধানী ঢাকায় ১৫টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া