adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ সড়কের দাবিতে নীলক্ষেতে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : আইন করে হাফপাস নিশ্চিত ও নিরাপদ সড়কসহ ৬ দফা দাবিতে আজ নীলক্ষেতে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

আজ বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ১০-১৫ জন শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা ‘নয় কোন আবদার, হাফ পাস আমার অধিকার, আইন করে হাফ পাস চাই দিতে হবে’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। তারা সেখান থেকে মিছিল নিয়ে ছয় দফা দাবির স্মারকলিপি গণভভবনে জমা দিতে যাবেন বলে জানান।

রাস্তায় অবস্থানের কারণে এ সময় নীলক্ষেত মোড়ে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের হয়ে গণভবনে স্মারকলিপি প্রেরণের আশ্বাস দিয়ে পুলিশ কর্মকর্তারা রাস্তা থেকে সরে যাওয়া জন্য বললে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন।

পরে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট গণমাধ্যমকর্মীদের বলেন, সামনে বিজয় দিবস থাকায় নিরাপত্তা জনিত কারণে পুলিশ আমাদের মিছিল নিয়ে গণভবনে যেতে দিচ্ছে না। তাই আমরা আগামী ১৯ তারিখ রবিবার নীলক্ষেত থেকে গণভবনে দাবি-দাওয়ার স্মারকলিপি দিতে যাব।
নীলক্ষেত মোড়ে প্রায় আধাঘন্টার অবস্থান শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন, যেটি ঢাকা বিশ্বদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এর সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীদের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ মানবজমিনকে বলেন, শিক্ষার্থীদেরকে রাস্তায় অবস্থান নিয়ে বলছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি দেবে।

পরে আমরা জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করি। শিক্ষার্থীরা বিষয়টি বুঝে সেখান থেকে সরে যায়। কিছু মানুষের জন্য নগরবাসী ভোগান্তিতে পড়ুক সেটি কারো কাম্য নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া