adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ব্যর্থতা- ফুটবলারদের ‘মানসিক সমস্যা’

MARUFজহির ভূইয়া : খেলোয়াড়দের মানসিক সমস্যার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুতে পারছে না বাংলাদেশের ফুটবল। দলের বিদেশি কোচরাও এ কথাটি ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষকে বুঝাতে চেয়েছেন, কিন্তু কে শুনে কার কথা। তাই একের পর এক বিদেশি কোচ ব্যর্থতার অপবাদ নিয়ে বিদায় নিয়েছেন। এবার বাফুফে জাতীয় দলের দায়িত্ব তুলে দিলো দেশি কোচ মারুফুল হকের কাধে। অল্প সময়ের মধ্যে তিনি যার পরনাই চেষ্টা করেছেন দলকে একটি পর্যায়ে তুলে নিতে। কিন্তু সবই যেনো গড়লভেল। কোচদের কোনো দাওয়াই কাজে লাগছে না। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেয়ার পর কোচ মারুফুল হক বলতে বাধ্য হলেন,তার দলের খেলোয়াড়দের মানসিক সমস্যা রয়েছে। সাফ মিশনে যাবার আগেও সমস্যার কথাটি বলে গিয়েছিলেন। 
ভারতের উদেশ্যে দেশ ছাড়ার আগে মারুফুল হক জানিয়েছিলেন, দলের চূড়ান্ত স্কোয়াডে কোনো ইনজুরি নেই। সবাই শারীরিকভাবে সুস্থ। তবে সমস্যা এক জায়গায়, তা হলো খেলোয়াড়দের মানসিকতায়। ভারতের কেরালায় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলে বাংলাদেশ কী করেছে, তা ইতোমধ্যে জেনে গেছে ক্রীড়া মোদিরা। টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে মামুনুলরনা। যা দেশের ফুটবলের জন্য বড় একটি বিপর্যয়। অথচ দেশ ছাড়ার আগে দলের লক্ষ্য ছিল শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জিতে দেশে ফেরা। স্বপ্ন ভঙুর। গ্র“প পর্বেই বিদায় লাল-সবুজদের। টানা দুই ম্যাচে বাজে হার। এমন পারফরমেন্সে কোচ মারুফুল হতাশ হবেন বৈকি। তার মতে, খেলোয়াড়দের সমস্যা আসলে মাঠে নয়, মাথায়। মানসিক সমস্যায় আক্রান্ত পুরো দল। ওদের মানসিক প্রতিবন্ধী বলা যাবে কিনা ভাবছি। খেলোয়াড়দের মধ্যে জয় পাওয়ার প্রবণতা তুলনামূলক খুব কম।
বি’ গ্র“পে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে ৪-০ গোলে হার। অথচ এই ম্যাচে জয়ের আশা করেছিল বাংলাদেশ। সেখানে জয় দূরে থাক, ড্রও করতে পারেনি। কপালে জুটেছে লজ্জাজনক হার। তারপরও সেমির স্বপ্ন বেঁচে ছিল, যদি পরের দুটি ম্যাচে জেতা যায়। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছেও ৩-১ গোলের হারে ধূলিস্যাত হয়  সাফ মিশন। টানা তৃতীয়বারের মতো সাফের গ্র“প পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। 
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া