adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শমসের মবিনের পদত্যাগ বিএনপির প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ’

hanif-2_88605ডেস্ক রিপোর্ট : দলের বর্তমান কর্মকাণ্ডে অনাস্থা জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ সফল করার জন্য এই যৌথ সভার আয়োজন করা হয়।

সভায় হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহিংসতামূলক কর্মকা- বিএনপির অনেক নেতাও পছন্দ করেন না। তাদের এমন কর্মকা- মেনে নিতে না পেরে অনেকে অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের (খালেদা-তারেক) দিয়ে আর চলবে না। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও এখন এসব চিন্তা করছেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির উচিত তারেক রহমান ও খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানো। এদের দ্বারা আর কখনও বাংলাদেশে কল্যাণমূলক কাজ হবে না। বিএনপির এসব কর্মকা-ের প্রতি অনাস্থা জ্ঞাপন করে শমসের মুবিন চৌধুরী পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেন তিনি।’

হানিফ বলেন, ‘আমার বিশ্বাস বিএনপির মধ্যে এখনও যারা বিবেকবান আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা এই দল ও সন্ত্রাসীদের পেছন থেকে বেরিয়ে আসবে।’

তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাহেব বলেছেন, কোন ব্যক্তির হত্যাকাণ্ডে দায় বিএনপি নেবে না। তার কাছে আমার জিজ্ঞাসা, বিদেশি হত্যা করে কাইয়ুমের ব্যক্তিভাবে বিদেশি হত্যায় কি সম্পর্ক থাকতে পারে? এটা নজরুল সাহেব সঠিক ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু জাতি এটা বোঝে, জানে। এটা কাইয়ুম সাহেবের ব্যক্তিগত লাভের জন্য নয়। এটা ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড। এই রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য কাইয়ুম সাহেবকে কে নির্দেশ দিয়েছিল সেটা খুঁজে বের করা দরকার। আমরা বার বার বলেছি, বিদেশি হত্যাকাণ্ড লন্ডন ষড়যন্ত্র হিসেবে পরিচিত। এটা এখানকার কোনো নির্দেশে হয় নাই। লন্ডন থেকে নির্দেশনা আসার কারণেই কাইয়ুম সাহেব হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

হানিফ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার বানচাল ও দেশবিরোধী প্রচারণা চালানোর জন্য বিএনপি-জামায়াত আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে। আমেরিকার ‘একিন ক্যাম্প’ নামক একটি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। মাসিক ৪০ হাজার ডলার হিসাবে ৬ মাসের জন্য এই লবিস্ট তারা নিয়োগ করেছে। ৬ মাস পর তাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে এই অর্থ বাড়বে।’

যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া