adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড ও হাঙ্গেরি ম্যাচে অপ্রীতিকর ঘটনার তদন্তে ফিফা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচ চলাকালীন পুলিশ ও সফরকারী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছে, এরকম ঘৃণ্য আচরণের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

বিডিনিউজ জানায়, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ১-১ গোলে ড্র ম্যাচটি শুরুর ঠিক পরপরই ঘটনার সুত্রপাত। স্টেডিয়ামে ‘এক স্টুয়ার্ডের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণের অভিযোগে’ হাঙ্গেরির এক সমর্থককে পুলিশ গ্রেপ্তার করলে ওই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। প্রায় ৬০০ হাঙ্গেরিয়ান সমর্থক ছিল গ্যালারির সেই অংশে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় কয়েক ডজন সমর্থক।

দ্য সান জানায়, এক বিবৃতিতে বুধবার (১৩ অক্টোবর) ফিফা জানায়, এই ম্যাচ ছাড়াও একই দিনে তিরানাতে আলবেনিয়া ও পোল্যান্ড ম্যাচের ঘটনাগুলোও খতিয়ে দেখা হচ্ছে। আলবেনিয়ার মাঠে হওয়া ওই ম্যাচে পোল্যান্ডের একমাত্র গোলের পর গ্যালারি থেকে মাঠে বোতল ছুঁড়ে মারা হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া