adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬০০ তালেবানকে হত্যার দাবি আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে ছয় শতাধিক তালেবানকে হত্যার করা হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি এসব হামলায় আরও তিন শতাধিক তালেবান সদস্য আহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর সিনহুয়ার

মার্কিন বিমান বাহিনী ও আফগান বাহিনী মিলে এই হামলা চালাচ্ছে। আফগান কর্তৃপক্ষের দাবি, এতে তালেবানের তরফে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানেই তালিবান যোদ্ধাদের লক্ষ্য করে যে বিমান হামলা চালানো হয়েছে তাতে দুই শতাধিক তালেবান নিহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাওজান ছাড়াও নানগারহার, লঘমান, গজনী, পাকতিয়া, পাক্তিকা, কান্দাহার, উরুজগান, হেরাত, ফারাহ, সার-ই পোল, ফারিয়াব, হেলমান্দ, নিমরুজ, তাখার, কুন্দুজ, বাদাখশান এবং কাপিসায় তালেবানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন ও আফগান বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, আল কায়েদার সঙ্গে যোগ আছে এমন তিন জনসহ মোট ৪৫ তালেবানকে হেলমন্দ প্রদেশের সংঘর্ষে নিহত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া