adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিরিজের প্রথম ওয়ানডে – আজই জয়খড়া কাটাতে চায় বাংলাদেশ

Mash ওয়ানডে সিরিজ নিয়ে মাশরাফির পরিকল্পনাহুমায়ূন সম্রাট : প্রত্যাশার বহর যেনো বেড়ে গেছে টাইগারদের। টেস্ট সিরিজ শুরুর আগে দলপতি মুশফিকুর রহিম বলেছিলেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিততে চাই। সিরিজ নিশ্চিত হওয়ার পর নতুন প্রত্যাশা জম্ম নিলো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার। সেটাও পূরণ হলো। এবার যেনো প্রত্যাশার বহরটা আরেকটু বেড়ে গেছে। এবারও টাইগাররা চাইছে ওয়ানডে সিরিজ জয় করতে। পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ তে নিশ্চিত হয়ে গেলে, নতুন করে ভাবনা শুরু হবে টাইগারদের। শুধু ক্রিকেটাররাই নয়, দেশবাসীও চাইবে ওয়ানডে ক্রিকেটেও জিম্বাবুয়ানদের হোয়াইটওয়াশ করতে। স্বপ্ন টাইগারদের সফল হোক, খোদ বিসিবিও চাইছে।
আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে শুরু হচ্ছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তুজা এ মুহূর্তে সিরিজ নিয়ে ভাবছেন না। চলতি বছরে বাংলাদেশ একদিনের ক্রিকেটে এখনো  জয়শূন্য। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই বছরের প্রথম জয়টি পেতে চান মাশরাফি। চলতি বছরে এ পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলে ১২টিতেই পরাজয় আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বেশ কয়েকটি ম্যাচ জেতার মতো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ক্রিকেট প্রেমীদের নিশ্চয় মনে আছে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেট ফাইনালের কথা । ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ ৩২৬ রান করেও পাকিস্তানের কাছে হারতে হয়। আবার ভারতকে মাত্র ১০৫ রানে অলআউট করেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। ওয়ানডেতে চলতি বছর কোনো ম্যাচ না জেতা বাংলাদেশের সামনে এবার ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের চাপ। মাশরাফি জানান, আপাতত প্রথম ম্যাচের দিকেই তাদের মনোযোগ। টেস্টে সবাই ভালো খেলেছে বলেই ব্যবধান ৩-০ হয়েছে। সত্যি বলতে, আমি এখনই ৫-০ ব্যবধান চিন্তা করছি না। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
প্রথম ম্যাচটি স্বচ্ছন্দ্যে জিততে পারলে সবকিছু ওপেন হয়ে যাবে। একটা ম্যাচ জিতলে কি করতে হবে তা বোঝা যাবে। তবে সাকিব, মুশফিক ও মুমিনুলদের লক্ষ্য প্রথম তিন ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করা। তবে মাশরাফির গলায় একটু ভিন্ন সুর। তিনি বললেন, ২০১৪ সালটা আমাদের ভালো যায়নি। শেষ প্রান্তে এসে যদি কিছু করতে পারি সেটা হবে আন্তর্জাতিক ক্রিকেটে আলোচ্য বিষয়। এ বছর আমরা কিছু ‘ক্লোজ’ ম্যাচ হেরেছি। এবার উদ্দেশ্য থাকবে ওই ধরণের ম্যাচগুলো এবার যেন জিততে পারি।
২০১৪ সালে যে ১৯টি দল ওয়ানডে খেলেছে তার মধ্যে বাংলাদেশ, কানাডা ও হংকংই কেবল কোনো জয় পায়নি। আফগানিস্তানের কাছে হারের লজ্জায়ও পড়তে হয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫৮ রানের স্কোর ওয়ানডেতে এ বছরের সর্বনিম্ম।
চট্টগ্রামের মাঠে ১৫টি ওয়ানডে খেলে সাতটিতেই জিতে বাংলাদেশ। স্বাগতিকরা হারে ছয়টিতে বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া