adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের অলি রবিনসন টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। তবে তার বোলিং নৈপুণ্যের পরও ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে থাকল ভারত।

শুক্রবার (৬ আগস্ট) বৃষ্টি বিঘিœত দিনের শেষে ৭০ রানে এগিয়ে আছে অতিথি দল। আগের দিনের ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করে ভারতের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। সুবাদে ৯৫ রানের লিড পায় দলটি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা রবিনসন ৮৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন। জেমস অ্যান্ডারসন ৫৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।

ভারতের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। রবীন্দ্র জাদেজা খেলেন ৫৬ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে রাহুলের সঙ্গে মূল্যবান ৬০ রান যোগ করেন তিনি।

শেষ তিন উইকেটে ভারত ৭৩ রান যোগ করে। দশ নম্বরে নেমে জসপ্রিত বুমরাহ ৩৪ বলে ২৮ রান করেন।
বৃষ্টিতে দিনের খেলা শেষ হওয়ার আগে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৫ রান তুলেছে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১৮৩। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া