adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনজন

image_64516ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭১ ঘণ্টার অবরোধের পুরোটাতেই ছিল ধ্বংসযজ্ঞের ছড়াছড়ি। এরমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। চালক-হেলপারসহ ১৮ যাত্রীর শরীর ঝলসে যায় আগুনে।

১৮ জনের একজন চলে যান রাতেই। নাম তার নাহিদ। বাকিদের ৩ জন এখন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা। অসহ্য যন্ত্রণা নিয়ে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবেন না জানেন চিকিৎসকরা, না জানেন তাদের স্বজনরা। চোখ ভরা জল নিয়ে প্রত্যেকেই শুধু ওপরের দিকে তাকাচ্ছেন। প্রার্থনা করছেন।

বর্তমানে অগ্নিদগ্ধদের তিন জন আছেন আইসিইউতে, ছয় জন পোস্ট অপারেটিভ বিভাগে এবং আট জন ওয়ার্ডে।

আইসিইউতে রয়েছেন গত রাতে চলে যাওয়া নাহিদের মামাতো ভাই রবিন (২২), অ্যাডভোকেট খোদেজা নাসরিন ও জাহাঙ্গীর হোসেন মৃধা।

মৃত্যু যন্ত্রনায় কাতরানো বোন খোদেজা নাসরিনের দিকে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তার ভাই। তার দৃষ্টি বলছে, বোনকে বাচাতে তার পক্ষে যা কিছু সম্ভব এর সবই তিনি করতে প্রস্তুত। কিন্তু বাস্তবতা হলো ঠিক এই মুহূর্তে তার কিছুই করার নেই।

নাম জানতে চেয়ে কথা বলতে গেলে তিনি বলেন, ‘ভাই, আমার নাম জানার দরকার নেই। আমাকে টিভিতে দেখানোর দরকার নেই। আমার বোনটাকে আপনারা নিজের বোনের মতো দেখেন। এভাবে চলতে পারে না। আপনারা রুখে দাড়ান’।

সকালে অগ্নিদগ্ধদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির। সেখানে গিয়ে তিনি বললেন, ‘বিএনপি লাশের রাজনীতি করছে’।

আওয়ামী লীগের সাংসদ অপু উকিলও দেখতে গিয়েছিলেন আহতদের। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া