adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশর ২৪ জনের প্রাথমিক স্কোয়াডে ঘােষণা, জায়গা হয়নি মাশরাফির

নিজস্ব প্রতিবেদক : করোনা সঙ্কট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশেষে আসন্ন এ সিরিজের জন্য টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় বড় প্রশ্ন ছিল, মাশরাফিকে স্কোয়াডে রাখা হবে কি না। অভিজ্ঞতা বিবেচনায় অনেকে তাকে রাখার পক্ষে মত দিলেও বড় অংশই ছিলেন নড়াইল এক্সপ্রেসকে নেয়ার বিপক্ষে। মূলত ফিটনেস ও ২০২৩ বিশ্বকাপ ভাবনা থেকেই তাকে দলে না নেয়ার পক্ষে কথা বলেছেন ক্রিকেট বিশ্লেষকরা।

মাশরাফি না থাকলেও দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কয়েকজন। মূলত সদ্য সমাপ্ত ঘরোয়া টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতেই তারা ডাক পেয়েছেন। প্রথমবারের মতো প্রাথমিক দলে ডাক পেয়েছেন পাঁচজন। তারা হলেন মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।

এছাড়াও দুই অনভিষিক্ত খেলোয়াড় ইয়াসির আলি রাব্বি ও মোহাম্মদ নাইম শেখকে নেয়া হয়েছে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে।

বাংলাদেশ ওয়ানডে দল –

তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মোহাম্মাদ আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, মাহেদি হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া