adv
১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোপা আমেরিকার সেরা একাদশে মেসিসহ চার আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা কোপা আমেরিকা কাপ জয় করেছে আর্জেন্টিনা। মাসব্যাপী এই টুর্নামেন্টের পারফরমেন্সের ভিত্তিতে সেরা একাদশ ঘোষণা দিয়েছে কোপার আয়োজক দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

যেখানে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার চারজন ফুটবলার স্থান পেয়েছেন। রানার্সআপ ব্রাজিলের ৩ জন রয়েছেন এই একাদশে। কলম্বিয়া, চিলি, ইকুয়েডর ও পেরুর একজন করে রয়েছেন একাদশে।

গোল পোস্ট সামলাবেন আর্জেন্টিনার ও অ্যাস্টন ভিলয়ার এমিলিয়ানো মার্টিনেজ। আক্রমণভাগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে রয়েছেন ব্রাজিলের নেইমার। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ার লুইস ডিয়াজ। রক্ষণ ভাগ ও মাঝমাঠ ব্রাজিল-আর্জেন্টিনার একজন করে ফুটবলারের জায়গা পেয়েছেন।
কোপা আমেরিকার সেরা একাদশ –
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
রক্ষণভাগ : মাউরিসিও ইসলা (চিলি), ক্রিশ্চিয়ানো রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনহোস (ব্রাজিল), পারভিস এস্তুপিনান (ইকুয়েডর)
মধ্যমাঠ : ইয়োশিমার ইয়োতুন (পেরু), ক্যাসেমিরো (ব্রাজিল), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)
আক্রমণভাগ : লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), লুইস ডিয়াজ (কলম্বিয়া) – বুয়েন্সআয়ার্স টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া