adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শামিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ সত্য

Shamim-Osman-pic600 {focus_keyword} শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ সত্য Shamim Osman pic600 e1404403043714নিজস্ব প্রতিবেদক : শামীম ওসমানসহ চার জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ সপ্তাহে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে তদন্ত কমিটির চেয়ারম্যান প্রতিবেদন পাঠিয়েছেন।
ইসি সূত্র জানান, নির্বাচনী তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলেও এখনো তা কমিশন বৈঠকে উপস্থাপিত হয়নি। তবে অভিযুক্তদের বিষয়ে নিশ্চিত হতে আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে কমিটি।
নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ হাবিবা মণ্ডল, তদন্ত কমিটির চেয়ারম্যান ও কমিটির সদস্য সহকারী জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে চার জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, সহকারী পুলিশ সুপার মো. বশির উদ্দিন, র‌্যাব-১১ এর মেজর সোহেল ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম।
এ ব্যাপারে ইসির আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোশারফ হোসেন বলেন, নারায়ণগঞ্জ উপনির্বাচনে আচরণবিধি ভঙ্গের বিষয়ে নির্বাচনী তদন্ত কমিটির প্রতিবেদন আমরা পেয়েছি। দ্রুত কমিশন সভায় এই প্রতিবেদন উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে ‘হুমকি’ দেয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। একই দিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ পুলিশ কর্মকর্তাকে হুমকির অভিযোগ তদন্ত করার কথা বলেন। তদন্ত কমিটি প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগের ধরন স্পষ্টভাবে উল্লেখ করেনি। তবে কমিটি স্ব-উদ্যোগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রচারিত ও পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আচরণবিধি ভঙ্গের বিষয়ে তদন্ত করে। কমিটি তদন্তের অংশ হিসেবে ঘটনার সংশ্লিষ্টদের জবানবন্দি, স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, গণমাধ্যমের রিপোর্ট, এএসপি বশিরউদ্দিনের কল লিস্ট পর্যালোচনা করে।
তদন্ত কমিটি নির্বাচন কমিশনের কাছে সুপারিশে অধিকতর তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারে বলে জানায়। ইসির এক কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদনে আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে মত এসেছে। এক্ষেত্রে ইসির অনুমোদন পেলেই আবারও তদন্তের সুযোগ রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া