adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তাইওয়ানে মেয়েদের জুতার আদলে উপাসনালয়

jakia..charche_98860আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের হাইহিল জুতার আদলে এক বিশাল চার্চ। ১৬ মিটার উঁচু এই গির্জাটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার।

মূলত তাইওয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার স্থানীয় সরকার এই চার্চটি নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা প্যান সুই পিং জানান, এই চার্চটি নিয়মিত প্রার্থনার জন্য ব্যবহার করা হবে না। তবে বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগে দম্পতিদের ছবি তোলা ইত্যাদি কাজে এটি ব্যবহারের অনুমতি দেয়া হবে। আমরা চেয়েছি এটিকে একটি রোমান্টিক জায়গা হিসেবে গড়ে তুলতে।

তবে মেয়েদের জুতার আদলে এই চার্চ নির্মাণের পেছনে আছে স্থানীয় এক তরুণীর করুণ জীবন কাহিনী। ১৯৬০ সালে এখানকার এক দরিদ্র তরুণী ওয়াং ‘ব্ল্যাকফুট’ রোগে আক্রান্ত হয়। তার দুই পা তখন কেটে ফেলতে হয়। এর ফলে তার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। মেয়েটিকে এরপর সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটাতে হয়। স্থানীয় এক চার্চে মেয়েটি কাজ করতো।

হাই হিল আকৃতির এই চার্চ সেই মেয়ের স্মরণে তৈরি করা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া