adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড – ১৯ এর আঘাতে আঘাতে স্পেন ফুটবল দলের আকার বাড়লো

স্পোর্টস ডেস্ক : স্পেন দলের অধিনায়ক সের্হিও বুসকেতস কোভিড পজেটিভ হয়েছেন। আর এতেই দলের আরও খেলোয়াড়ের পজিটিভ হওয়ার আশঙ্কা জেগেছে। মূলত সেই ভাবনা থেকেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে নতুন পাঁচ জন খেলোয়াড় যোগ করেছে স্পেন।

নতুন পাঁচ খেলোয়াড় হলেন-লিডস ইউনাইটেডের ফরোয়ার্ড রদ্রিগো মরেনো, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার পাবলো ফোরনালস, ভালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সলের, সেল্তা ভিগোর মিডফিল্ডার ব্রাইস মেনদেস ও ভিয়ারিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার রাউল আলবিওল।

শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর আইসোলেশনে আছেন ৩২ বছর বয়সী বুসকেতস। উয়েফা ও স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে খেলোয়াড় ও স্টাফ সবাই স্পেনের লাস রোজাসের সদর দফতরে অবস্থান করছেন। দলীয় অনুশীলনের পরিবর্তে আপাতত একক অনুশীলনে প্রস্তুতি নিচ্ছে সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নদের খেলোয়াড়রা।

বুসকেতস পজিটিভ হওয়ায় দলের অন্যরাও শঙ্কামুক্ত নয়। তেমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসতে পারে ভেবেই এই পাঁচ জনকে দলে নেওয়ার কথা বলা হয়েছে স্পেনের বিবৃতিতে। – মার্কা/ বিডিনিউজ/ গোল ডটকম

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া