adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান দুই দলের মধ্যে সমঝোতা হতে হবে এবং হবেই: নাঈমুল ইসলাম খান (ভিডিও)

vlcsnap-2014-09-14-02h41m32s73ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের রাজনীতিতে সুপ্ত সংলাপের প্রয়োজন সবসময় আছে কিন্তু এর প্রকাশ্যে কোনো চাপ আপাতত দেখা যাচ্ছে না। যতটা চাপ হলে সরকারি দল সংলাপের জন্য রাজি হবে, সেরকম কোনো চাপ বিরোধী দলের পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি। তবে চাপ বলতে মোটেও সহিংস কোনো আন্দোলন কথা বলা হচ্ছে না। বাংলাদেশে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা অবশ্যই হবে, তবে তা সময় সাপেক্ষের ব্যাপার। শেষ পর্যন্ত প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা হতেই হব্ েএবং হবে। তবে কত ত্যাগ-তিতিক্ষা, সর্বনাশ বা উপেক্ষার পর তা আমরা জানি না।
সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
নাঈমুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে সরকারি দলের কাছে কোনো কিছু আদায় করতে হলে কোনো না কোনোভাবে চাপ সৃষ্টি করতেই হয়। এটাই এখন আমাদের রাজনীতির সংস্কৃতি। এই চাপ হতে পারে আন্দোলন, দেশি-বিদেশি বন্ধুরাষ্ট্রের সহযোগিতা, সুশীল সমাজসহ ছোট বড় অনেক রাজনৈতিক দল। বর্তমানে  বাংলাদেশের যে অবস্থা তাতে আওয়ামী লীগ কিংবা বিএনপির মধ্যে সমঝোতা নয়, বরং জাতীয় পর্যায়ে একটি সমঝোতা দরকার। বাংলাদেশের জন্য যদি ভবিষ্যত কোনো রূপরেখা তৈরি করতে হয় তাহলে আমাদের সংবিধানের সংস্কার করা উচিত। অর্থাত যুগপোযোগী করা। এই সংস্কার মানে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা নয়। বর্তমান এবং ভবিষ্যত মানুষের চাহিদা, ভবিষ্যত সমাজ এবং অর্থনীতির চাহিদা প্রভৃতি মাথায় রেখে সংবিধানের সংস্কার করা প্রয়োজন। এছাড়াও আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা উচিত।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সারা বিশ্বে পরিচয় লাভ করুক এটাই আমাদের প্রতিটি বাঙালির চাহিদা। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং এই মুক্তিযুদ্ধ নিয়ে প্রধান দুই দলের মধ্যে বর্তমানে যে সম্পর্ক চলছে তা মোটেও সহজবোধ্য নয়। কারণ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুইজনই ভিন্ন। কেউ কারো মত নয়। সাংবিধানিক সংস্কারের ভেতর দিয়ে কীভাবে নির্বাচন কমিশনকে গড়ে তুলতে প্রতিটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেদিকেও বিশেষ নজর রাখা উচিত। 

http://www.youtube.com/watch?v=jt6InqnmOkg

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া