adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় পরীক্ষাতেও আলমগীরের করোনা পজিটিভ

বিনােদন ডেস্ক : দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে চিত্রনায়ক আলমগীরের। তার মেয়ে আঁখি আলমগীর জানান, বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষাতে আবার তার করোনা পজিটিভ এসেছে। আশা করি জলদি সবকিছু ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। বাবার জন্য সবাই দোয়া করবেন।

আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গত ২০ এপ্রিল নিশ্চিত করেন তার স্ত্রী ও সংগীতশিল্পী রুনা লায়লা। এর আগে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এরপর গত ১৮ এপ্রিল চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করান আলমগীর। পজিটিভ রিপোর্ট আসায় তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়।

আলমগীর ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। প্রযোজনা ও পরিচালনা করেছেন বেশ কয়েকটি সিনেমা। অভিনয় করে নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলমগীর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায়ও ভূষিত হয়েছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া