adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদি-ইমরান খান মুখোমুখি হচ্ছে জুনে!

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩০ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে প্রতিবেশী বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ পাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে শিগগিরই তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মাসের (জুন) মাঝামাঝিতে কিরগিস্তানের রাজধানী বিশখেকে অনুষ্ঠিত্য সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও) সম্মেলনে বৈরী প্রতিবেশী এই দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবর, নরেন্দ্র মোদি ও ইমরান খান এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। যদিও দুই নেতার দেখা হওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তারপরও যদি দুই নেতার সাক্ষাৎ হয় তাহলে সন্ত্রাস নিয়ে সরব হবেন প্রধানমন্ত্রী মোদি। সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান আগের মতোই আছে এটা বোঝাতে চায় ভারত।

এর আগে, লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত রবিবার মোদিকে ফোন করে ইমরান খান। দুই নেতা মধ্যে টেলিফোনে কথোপকথনের সময় ফোন করে অভিনন্দন জানানোর জন্য পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ভারতীয় প্রধানমন্ত্রী।
যদিও ভোটের ফল প্রকাশের দিনই টুইট করেছিলেন ইমরান। তিনি লেখেন, বিজেপি এবং তাঁর সহযোগী দলকে জয়ের জন্য ধন্যবাদ জানাই। দক্ষিণ এশিয়ার শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার জন্য মুখিয়ে আছি।

পাল্টা মোদি লেখেন, ‘আপনাকে ধন্যবাদ। আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমিও শান্তি এবং উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে এসেছি।’

প্রসঙ্গত, কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সদস্যের মৃত্যুর পর দু’দেশের মধ্যকার সম্পর্ক নতুন করে খারাপ হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া