adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারও রিয়াল বেতিসকে হারাতে পারলো না রিয়াল মাদ্রিদ, জমে উঠেছে লা লিগা

স্পোর্টস ডেস্ক : এবারও রিয়াল বেতিসের বিরুদ্ধে জয়ের মুখ দেখলো না রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার (২৪ এপ্রিল) রাতে বৃষ্টি ভেজা ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

লা লিগায় শেষ তিন রাউন্ডে দুবার ড্র করলো শিরোপাধারীরা। রোববার (২৫ এপ্রিল) আথলেতিক বিলবাওয়ের মাঠে জিতলে রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাবে আতলেতিকো মাদ্রিদ।

প্রথম দেখায় গত সেপ্টেম্বরে বেতিসের মাঠে শেষ দিকের গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল জিদানের দল। তবে, সাম্প্রতিক বছরগুলোতে দলটির বিপক্ষে রিয়ালের ঘরের মাঠের পারফরম্যান্স খুব খারাপ।

গত তিন মৌসুমেও নিজেদের আঙিনায় বেতিসের বিপক্ষে গোল করতে পারেনি স্পেনের সফলতম দলটি। রিয়ালের মাঠে ২০১৭-১৮ মৌসুমে ১-০ ও পরের মৌসুমে ২-০ গোলে জিতেছিল বেতিস। আর গত মৌসুমে চ্যাম্পিয়নদের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা।

এবারের বিবর্ণ পারফরম্যান্সের পর শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরেকটু ফিকে হয়ে গেল রিয়ালে। ৩৩ ম্যাচে ২১ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৭১। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। খুব বেশি পিছিয়ে নেই সেভিয়াও। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। – মার্কা/ বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া