adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE-LOGO-thereport24নিজস্ব প্রতিবেদক : মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের উভয় বাজারের লেনদেন। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭.৮৯ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৭৮৬.১৯ পয়েন্টে। রবিরার সূচক বেড়েছিল ৮.১৫ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩২২টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
এদিকে ৪০০ কোটি টাকার বৃত্তেই আটকে রয়েছে ডিএসইর লেনদেন। রবিবারের তুলনায় ২০ কোটি ৫৩ লাখ টাকা কমে দিনশেষে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি টাকা। এ নিয়ে টানা ৮ কার্যদিবসে ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হলো।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। দিনশেষে কোম্পানিটির ২০ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। ১২ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, ইসলামী ব্যাংক, বিডি থাই, এসিআই, ডেসকো, সাইফ পাওয়ারটেক।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩৬.৩২ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৯০৫.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া