adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটে তরুণ তুর্কিরা প্রি-পেড, কোহলি ও রোহিত পোস্ট পেড সিমকার্ড, বললেন প্রজ্ঞান ওঝা

স্পোর্টস ডেস্ক : উঠতি ক্রিকেটাররা হল প্রি-পেড সিমকার্ডের মতো, মন্তব্য করলেন সাবেক ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। ভারতীয় দলে সুযোগ পেতে চাওয়া তরুণ তুর্কিদের নিয়ে এমন অদ্ভুত বিশ্লেষণ আর হয়েছে কি না সন্দেহ।

সঞ্জু স্যামসনের পারফর্ম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে প্রি-পেড সিমকার্ডের উদাহরণ টেনেছেন ওঝা। প্রথম ম্যাচে দুরন্ত ১১৯ রানের ইনিংস খেলার পরের ম্যাচে মাত্র চার রানে আউট হয়েছেন সঞ্জু। ওঝা বলছেন, এরকম হলে মুশকিল। এখন উইকেটকিপার-ব্যাটসম্যানের জায়গায় প্রতিদ্বন্দ্বিতায় আছেন ঋষভ পন্থ, ঈশান কিষাণ।

জাতীয় দলে ঢুকতে গেলে তাই প্রি-পেড সিমের মতো পারফর্ম্যান্স দিতে হবে, তবেই সুযোগ পাওয়া যাবে। পোস্ট পেড সিমের মতো দলে ঢুকে আস্তে আস্তে জায়গা পাকা করার দিন আর নেই, বলছেন ওঝা।

সাবেক বাঁহাতি স্পিনার আরও জানান, পারফর্ম্যান্স না করতে পারলেই সিমকার্ড ডেড হয়ে যাবে। অর্থাৎ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। যেমনটা সঞ্জু স্যামসনের ক্ষেত্রে ঘটেছে। আইপিএলে যখন সঞ্জুর প্রথম উদয় তখন, ঈশান বা ঋষভ খুব একটা নাম করেনি। সে সময় নিয়মিত পারফর্ম্যান্স দিলে বিষয়টা অন্যরকম হতে পারত। ভারতীয় দলে অবশ্য দু’জন পোস্ট-পেড সিমকার্ড আছেন, বলছেন ওঝা। তারা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। – আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া