adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কখনোই শেষ হবে না ফোনের ব্যাটারি!

ডেস্ক রিপাের্ট : চীনের রাইজিং স্টার শাওমি ফোনের ব্যাটারিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে। কোম্পানিটি এমন একটি ব্যাটারি তৈরি করছে যা ফোনের আয়ু বাড়িয়ে দেবে বহুক্ষণ। এই ব্যাটারি ব্যবহৃত হবে আপকামিং মি ১১ আল্টা মডেলের ফোনে।

জিএসএম এরিনার প্রতিবেদন বলছে ফোনটিতে শাওমির তৈরি নিজস্ব চিপ থাকবে। ২৯ মার্চ ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে।
জিএসএম এরিনার প্রতিবেদন আরো বলছে, শাওমি ২৯ মার্চের ইভেন্ট তিন থেকে চারটি ভার্সনে মি ১১ মডেলের ফোন আনবে। এই ফোনের বড় চমক হচ্ছে এতে নতুন ধরনের লিকুইড লেন্স টেকনোলজি ব্যবহৃত হচ্ছে।

জানা গেছে, শাওমি তাদের নতুন ফোনে সিলিকন-অক্সিজেন অ্যানোড ব্যাটারি ব্যবহার করবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে আগের চেয়ে কম চার্জ ফুরাবে। ফোনটিতে এমন একটি চিপ ব্যবহার করা হচ্ছে যেটা ফোনটি কম চার্জ খরচ করে দ্রুতগতিতে কাজ করবে।

সম্প্রতি শাওমি তাদের নতুন ফোনের একটি টিজার প্রকাশ করেছে। টিজারে ফোনটির ব্যাটারি ও চিপের কথা উল্লেখ করা হয়েছে।

শাওমি বলছে, তাদের নতুন প্রযুক্তির ব্যাটারি হবে পাতলা, শক্তিশালী এবং দ্রুতগতির। শাওমি এই প্রযুক্তি ধার করেছে ‘নিউ এনার্জি ভেইকেল’ ধারণা থেকে। তারা ফোনটিতে গ্রাফাইটের পরিবর্তে সিলিকনের ক্ষুদ্র কণা ব্যবহার করছে। যেটা ১০ গুণ বেশি দ্রুতগতিতে ব্যাটারি চার্জ করবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া