adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দুই পয়সার মেয়ে’ কটাক্ষের জবাব দিলেন দীঘি

বিনোদন রিপাের্ট : একটু দেরিতে হলেও চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর কটাক্ষের জবাব দিলেন একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাকে ‘দুই পয়সার মেয়ে’ বলেছিলেন নির্মাতা ঝন্টু। সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে হাজির হয়ে সেই কটাক্ষের জবাব দিয়েছেন শিশুশিল্পী হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী।

ওই সাক্ষাৎকারে দেলোয়ার ঝন্টুকে উদ্দেশ্য করে দীঘি বলেন, ‘এটা উনি (ঝন্টু) কীভাবে বলেন? আমরা তো কাউকে এবিউজ করতে পারি না। উনি আমাকে পার্সোনাল অ্যাটাক করেছেন। এটাতে আমি খুব বেশি কষ্ট পেয়েছি। সিনেমা নিয়ে মন্তব্য করা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু উনি ফ্যামিলিতে কেন গেল? আমি এ রকম কোনো ফ্যামিলি থেকে বিলং করি না যে, আমাকে ‘দুই পয়সার মেয়ে’ বললে আমার আশপাশের মানুষ চুপ থাকবে।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে দীঘি অভিনীত প্রথম ছবি ‘তুমি আছো তুমি নেই’। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ছবির আগে মুক্তি পায় এটির ট্রেলার। সেটি দেখে সমালোচনায় ফেটে পড়েন সকল শ্রেণির দর্শক। তারা আলাদা করে পরিচালক এবং নায়ক নায়িকারও সমালোচনা করেন।

এরপর একটি লাইভ সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘দর্শকদের কথা কী বলব, ট্রেলার দেখে তো আমারই ভালো লাগেনি। সিনেমা হলে এ ছবি চলবে না।’

ব্যাস, এতে রেগে আগুন হয়ে যান ‘তুমি আছো তুমি নেই’-এর নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তিনি দীঘির নামে মানহানির মামলা করার হুমকি দেন। পরে একটি সাক্ষাৎকারে তিনি অভিনেত্রী দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলে কটাক্ষ করেন। বলেন, ‘যে মেয়ে সিনেমা মুক্তির আগে বলে যে সেটি চলবে না, তার দাম দুই পয়সারও কম।’

এক সপ্তাহ বাদে সেই কথারই জবাব দিলেন দীঘি। সঙ্গে সত্যি হলো তার আশঙ্কাও। ‘তুমি আছো তুমি নেই’ দেশের যে কয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, প্রতিটিই দর্শকশূন্য। মানে সুপার ফ্লপ নায়িকা দীঘির অভিষেক ছবি। এখানে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এছাড়া বিশেষ একটি চরিত্রে নায়িকার বাবা সুব্রত বড়ুয়াও রয়েছেন।

এদিকে আগামী ২৬ মার্চ মুক্তি পেতে চলেছে দীঘি অভিনীত আরেক ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এখানে দীঘির বিপরীতে নায়ক নবাগত শান্ত খান। বর্তমানে দীঘি ব্যস্ত রয়েছেন ‘বঙ্গবন্ধু’ বায়োপিক নিয়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া