adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপনগরে ‘জঙ্গি নেতা’কে ৯ গুলিতে হত্যা

dhaka-medical-college-and-hospital_126580নিজস্ব প্রতিবেদক : মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি নেতার গায়ে নয়টি গুলি পাওয়া গেছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে এ কথা জানান, ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ। এর আগে তার নেতৃত্বে তিন সদস্যের দল জঙ্গি নেতার মরদেহের ময়নাতদন্ত করা হয়।

সোহেল মাহমুদ জানান, মরদেহে যে নয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে তার মধ্যে তিনটি লেগেছে মাথায়। বাকিগুলো ছিল তার বুকসহ বিভিন্নস্থানে বিঁধেছিল।

সোহেল মাহমুদ জানান, মৃত্যুর আগে সন্দেহভাজন জঙ্গি নেশা জাতীয় কোন দ্রব্য সেবন করেছিল কি না, তা পরীক্ষা করতে তার ভিসেরা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই প্রতিবেদন পাওয়া যাবে।

এর আগে নিহত সন্দেহভাজন জঙ্গি নেতার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রূপনগর থানার উপপরিদর্শক আবদুল হক। এতে তিনি সন্দেহভাজন জঙ্গিনেতার কোনো নাম না লিখে অজ্ঞাত হিসেবে উল্লেখ করেন।

গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি নেতার এখন পর্যন্ত তিনটি নাম শোনা গেছে। এগুলো হলো মুরাদ, জাহাঙ্গীর ও ওমর। তবে এগুলোর কোনটিই তার প্রকৃত নাম নয় বলে জানিয়েছে পুলিশ। বাহিনীটি জানায়, জঙ্গিরা নানা সময় সাংগঠনিক নাম ব্যবহার করে। এ ক্ষেত্রেও তেমনটি হতে পারে। তবে নাম যাই হোক না কেন, নিহত ওই ব্যক্তি গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি ও ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন। গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানাতেও তার যাতায়াত ছিল। কিন্তু অভিযানের আগেই সটকে পড়েন তিনি।

পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গি নেতার নাম ও পরিচয় নিশ্চিত হতে তার আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের সার্ভারে রক্ষিত আঙ্গুলের ছাপের সঙ্গে এটা মিলিয়ে দেখা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ছাপ সংগ্রহ করেন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর শামীম আহমেদ ও কর্মচারী পারভেজ হোসেন।

গত ২৬ জুলাই কল্যাণপুর অভিযানে নিহত নয় জনের মধ্যে আট জনের পরিচয় এভাবে আঙ্গুলের ছাপ মিলিয়েই জানা গিয়েছিল। তবে নবম ব্যক্তির নাম বা পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই অভিযানের পর পুলিশ নিহতদের ছবি প্রকাশ করলে আট জনের স্বজন হাসপাতালে এসেছিলেন। তবে নবম ওই ব্যক্তির কোনো স্বজন হাসপাতালে আসেননি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া