adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে জয়ের মুখ দেখলাে পাকিস্তান

স্পাের্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি দুটিতে হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল সফরকারী পাকিস্তানের। শেষ ম্যাচে তারা নেমেছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে। লজ্জা এড়ানোর সে ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে জয় পেয়েছে মিসবাহ উল হকের শিষ্যরা।

বাবর আজমের অনুপস্থিতিতে টেস্ট সিরিজের প্রথমটিতে নেতৃত্ব পেয়েছেন ওপেনার ও উইকেটরক্ষক রিজওয়ান। তার পরের দিনই শেষ টি-টুয়েন্টি ম্যাচে তিনি খেলেছেন ৮৯ রানের ইনিংস। তার ৫৯ বলে ১০ চার ও তিন ছক্কায় সাজানো ওই ইনিংসে ভর করেই ৪ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। জয়টা অবশ্য আরও বড় হতে পারতো। তবে রান তাড়ায় শেষ ৩০ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

আগের দুই ম্যাচে শুরুতে ব্যাট করে হেরেছিল পাকিস্তান। শেষ টি-২০তে শুরুতে ব্যাট করা কিউইরা থামে ৭ উইকেটে ১৭১ রানে। দলের হয়ে ওপেনার মার্টিন গাপটিল ১৯ এবং টিম সেইফার্ট ৩৫ রান করেন। কেন উইলিয়ামসন ফিরে যান ১ রান করে। পরে ডেভন কনওয়ে করেন ৬৩ রান। তার ইনিংসটি ৪৫ বলে সাত চার ও এক ছক্কায় সাজানো ছিল। এছাড়া শেষ দিকে গ্লেন ফ্লিপস করেন ২০ বলে ৩৫ রান।

জবাব দিতে নামা পাকিস্তান এ ম্যাচে ভালোই শুরু করে। ওপেনার রিজওয়ান একপাশে ছিলেন অবিচল। তবে অন্য তরুণ ওপেনার হায়দার আলী ১১ রান করে ফিরে যান। তিনে নেমে দারুণ ফর্মে থাকা মোহাম্মদ হাফিজ করেন ২৯ বলে ৪১ রান। দুই উইকেটে সফরকারীরা তুলে ফেলে ১১২ রান। পরের সহজ পথটা পাড়ি দিতেই বরং কষ্ট হয়েছে পাকিস্তানের। ম্যাচ জয়ের কৃতিত্ব তাই রিজওয়ানকেই দিতে হবে। দল জিতলেও তিনি অবশ্য শেষ ওভারে আউট হয়ে ফেরেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া