adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসক্লাবের সামনে ওলামা লীগের দুই গ্র“পের সংঘর্ষ- আহত ১৪

OLAMA-!নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি দল সমর্থিত আওয়ামী ওলামা লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। ওলামা লীগ নেতা ইলিয়াস হোসাইন বিন হেলালী এবং আখতার হুসাইন গ্রুপের মধ্যে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানাতে মানববন্ধনের আয়োজন করে ওলামা লীগ। সংগঠনের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী যখন মানববন্ধনে আসেন তখনই টুপি পরিহিত অর্ধশতাধিক লোক লাঠি, চাপাতি নিয়ে পাশেই থাকা আখতার গ্রুপের কর্মীদের ওপর হামলা চালান।

ওলামা লীগের আখতার হুসাইন গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শেখ শরিয়তপুরী অভিযোগ করেন, হেলালী গ্রুপের লোকেরা তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশ করবেন।
তবে ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী দাবি করেছেন, তিনি ওলামা লীগের সভাপতি। ওলামা লীগের নেতাকর্মীরা জামায়াত-শিবিরের এজেন্টদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, ওলামা লীগ আওয়ামী লীগের স্বীকৃত কোনো অঙ্গসংগঠন নয়। সংগঠনটির কয়েকটি গ্রুপ রয়েছে। সবাই নিজেদেরকে প্রকৃত ওলামা লীগ বলে দাবি করেন। এর আগেও ওলামা লীগ নামধারী কয়েকটি গ্রুপের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া