adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফ্রান্স ফুটবল’ গড়েছে স্বপ্নের দল, যেখানে পেলে ও ম্যারাডোনার পাশে মেসি ও রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ একটি স্বপ্নের দল গড়েছে।যে কোনো দলকে গুঁড়িয়ে দেওয়ার মতো রাখে এই দলটি। যেখানে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একাদশে পেলে ও দিয়েগো ম্যারাডোনা রয়েছেন। আছেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো।

‘ফ্রান্স ফুটবল’ নিজেদের ওয়েবসাইটে সোমবার ব্যালন ডি’অর স্বপ্নের একাদশ প্রকাশ করে। ১৪০ জন সাংবাদিকের প্যানেল নির্বাচন করেছেন সেরাদের। স্বপ্নের দলের বাকি নায়কেরা হলেন-লেভ ইয়াশিন, কাফু, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, চাভি এরনান্দেস ও লোথার মাথেউস।

৩-৪-৩ ফর্মেশনের একাদশে গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াশিন। ১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হয়ে কিংবদন্তি এই গোলরক্ষক খেলেন ৭৪ ম্যাচ। এখন পর্যন্ত ব্যালন ডি’অর জয়ী একমাত্র গোলরক্ষক তিনিই। রক্ষণভাগের তিন সেনানী হিসেবে আছেন জার্মানির বেকেনবাওয়ার, ব্রাজিলের কাফু ও ইতালির মালদিনি।
‘কাইজার’ ডাক নামের সেন্ট্রাল ডিফেন্ডার দুবারের ব্যালন ডি’অর জয়ী বেকেনবাওয়ারের দুই পাশে এসি মিলানের এক সময়ের রক্ষণের দুই স্তম্ভ কাফু ও মালদিনি। ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা কাফু রাইট-ব্যাক, লেফট-ব্যাক মালদিনি।
মাঝমাঠে চার জন, দুই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে দুই অ্যাটাকিং মিডফিল্ডার। রক্ষণকে সাহায্য করবেন মাথেউস ও চাভি। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা চাভি ইউরোপিয়ান চাম্পিয়নশিপ জিতেছেন দুবার। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন অসংখ্য শিরোপা। জার্মানির বিশ্বকাপজয়ী মাথেউস একবার জিতেছেন ব্যালন ডি’অর।

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন ফুটবলের দুই মহানায়ক; ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে, পাশে কদিন আগে চিরবিদায় নেওয়া আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা। সব সময়ের সেরাদের ছোট্ট তালিকায় সামনে আছেন তিন গোল মেশিন।

ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি ডান দিকের ফরোয়ার্ড। বাম দিকের ফরোয়ার্ড পাঁচবারের বর্ষসেরা রোনালদো। তাদের সামনে ‘দা ফেনোমেনন’ রোনালদো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই তারকা দলের মূল স্ট্রাইকার। দুবার বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো ব্যালন ডি’অরও জিতেছেন দুবার। – বিডিনিউজ/ ফ্রান্স ফুটবল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া