adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে মৌলবাদের কোনও সম্পর্ক নেই, আওয়ামী লীগের আমলেই মৌলবাদের উত্থান: বললেন মির্জা ফখরুল

ডেস্ক রিপাের্ট : আওয়ামী লীগ সরকারের আমলেই মৌলবাদের উত্থান হয়েছে। বিএনপির সঙ্গে মৌলবাদের কোনও সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনও জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে; যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরও বলেন, সরকার রাজনৈতিক ফায়দা লুটতে এটা করছে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে তারা বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশে যতো অপকর্ম সব তারাই করেছে। ৭২’ এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিলো সবটাই ধ্বংস করে করে দিয়েছে এই আওয়ামী লীগ।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সব সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারণ তারা জানে বিএনপি আছে, শক্তিশালীভাবেই আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতোদিন আছে কোনও নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাব। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া