adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনদুর্ভোগ বাড়ে এমন কর্মসূচি বিএনপি দেবে না : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : জনদুর্ভোগ বাড়ে এমন কোনো কর্মসূচি বিএনপি  দেবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তবে, অবৈধ, অসাংবিধানিক ও জোর করে ক্ষমতায় চেপে বসা সরকারকে উৎখাত করতে জনমতের ভিত্তিতেই সকলকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমেদ এ হুঁশিয়ারি দেন।বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, জনগণের দুর্ভোগ বাড়ে এমন কোনো কর্মসূচি বিএনপি দেবে না। তবে, এ অবৈধ, অসাংবিধানিক ও জোর করে ক্ষমতায় চেপে বসা সরকারকে উৎখাত করতে জনগণের মতামতের ভিত্তিতেই দেশবাসীকে ঐক্যবদ্ধ করে বিএনপি আন্দোলন গড়ে তুলবে। কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।গত ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনের পর সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি-ঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, মিথ্যা মামলা দিয়ে হয়রানি- গ্রেফতার, নির্বাচিত চেয়ারম্যানদের শপথ নিতে বাধা দেওয়া এবং শপথ নিতে আসা চেয়ারম্যানদের গ্রেফতারের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি সরকার ও সরকার দলীয় ক্যাডারদের এসব জুলুম-নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, সর্বশেষ অনুষ্ঠিত ৩১ মার্চের নির্বাচনে কোনো ভোটই হয়নি। সরকার ভোট ডাকাতি করে জনগণের বিজয় ছিনিয়ে নিয়েছে। এ নির্বাচনে সরকারের আসল রূপ প্রকাশ হয়ে গেছে, তারা আসলেই একদলীয় শাসন বাকশাল কায়েমের জন্য এভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে।সদ্য সমাপ্ত পঞ্চম দফা উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের আগের রাতেই ভোট প্রদান শেষ করে ফেলা, ব্যালট বাক্স ছিনতাই ও জাল ভোট প্রদানের মহোৎসবে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন সরকারের সহযোগীর ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ইসি, সরকার দলীয় সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা শুধু সহযোগিতা করেই ক্ষান্ত হননি, রীতিমত তারা প্রকাশ্যে জালভোটও প্রদান করেছেন। ব্যালট ছিনতাইয়ে নেতৃত্ব দিয়েছেন।  দেশবাসী এটা প্রত্যক্ষ করেছে।উপজেলা নির্বাচনের পর দেশব্যাপী  নেতাকর্মীদের ওপর চলা জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব।সরকার ক্ষমতার মসনদ জোর করে টিকিয়ে রাখতে এমন অত্যাচার-নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অত্যাচারী সরকারই ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের ওপর নির্যাতন চালিয়ে এ সরকারও শেষ রক্ষা পাবে না। তারা এখন পেশী শক্তির বলে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু জনগণ একদিন তাদের ক্ষমতার মসনদ থেকে করুণভাবে বিতাড়িত করবে।সদ্য সমাপ্ত পঞ্চম দফা উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে- যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচন ১৯৭৩ সালের নির্বাচন এবং ৫ জানুয়ারির কথিত নির্বাচনকেও হার মানিয়েছে।ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, আবদুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া