adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির সভাপতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কলিন গ্রেভস

স্পোর্টস ডেস্ক : পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় আইসিসির সভাপতি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক সভাপতি কলিন গ্রেভস। সভাপতি নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকলেও হুট করেই যেন সরে দাঁড়ালেন এই ইংলিশ ম্যান।

৭২ বছর বয়সি ইসিবির সাবেক এই সভাপতি চলতি বছরের জুলাইয়ে শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির সভাপতির চেয়ারে বসার জন্য দৌড়ে নাম লিখিয়েছিলেন। ছিলেন বেশ শক্ত অবস্থানেও। তাঁর একমাত্র প্রতিপক্ষ ছিল বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সভাপতি নির্বাচনের পথে এগিয়ে থাকলেও এই দুইজনের কেউই চাইছিলেন না নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হোক। তারা চাইছিলেন বাছাইয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে বসতে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে আইসিসির সভাপতির পদ থেকে অব্যাহতি নেন সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। নতুন সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত অন্তরবর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন সহ সভাপতি ইমরান খাজা। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনটিতে বসেছিলেন মনোহর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে তিনি সংস্থাটির ব্যবস্থাপনা কাঠামো এবং অর্থনৈতিক মডেলে যুগান্তকারী পরিবর্তন আনেন।

তার নেওয়া সিদ্ধান্তগুলো বিসিসিআইয়ের বিপক্ষে গেলে ভারত তার জোর প্রতিবাদ করেছিল। কিন্তু তাতে তিনি বিচলিত হননি। বরং শক্ত হাতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। দুই বছরের মেয়াদ শেষ হবার পর ২০১৮ সালে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। – ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া