adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিভিয়ার জিরু শততম ম্যাচে ছাড়িয়ে গেলেন মিচেল প্লাতিনিকে

স্পোর্টস ডেস্ক : নিজের শততম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে দারুণ এক কীর্তি গড়লেন ফ্রান্সের অলিভিয়ার জিরু।

বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে উড়িয়ে দেয় ফ্রান্স। দলটির হয়ে জোড়া গোল করেন শততম ম্যাচ খেলতে নামা জিরু। তাতে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি মিচেল প্লাতিনিকে ছাড়িয়ে যান চেলসি স্ট্রাইকার। ২০১১ সালে ফ্রান্সের জার্সিতে অভিষিক্ত জিরুর গোল সংখ্যা এখন ১০০ ম্যাচে ৪২। যা ফ্রান্সের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

প্লাতিনির গোল সংখ্যা ৭২ ম্যাচে ৪১। আর ১২৩ ম্যাচে ৫১ গোল করে তালিকায় সবার ওপরে থিয়েরি অঁরি। যাকে এখন ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় জিরু। এদিন মাঠে নামার আগে জিরুর নামের পাশে ছিল ৯৯ ম্যাচে ৪০ গোল। ২৪ মিনিটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল আদায় করেন তিনি। একই সঙ্গে ছুঁয়ে ফেলেন প্লাতিনিকে। এর ১০ মিনিট পর দ্বিতীয় গোল করে ছাড়িয়ে যান প্লাতিনিকে। এখন জিরুর স্বপ্ন থিয়েরি অঁরিকে ছাড়িয়ে যাবার। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া