adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ধারাকে চ্যালেঞ্জ করে রিট

image_59826_0ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থীকে প্রতিনিধি নির্বাচিত করার ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ বিধি বাংলাদেশ সংবিধানের ৭,১১,২৭,৩১,৬৫(২), ১২১, ১২২(১) ধারার সঙ্গে সাংঘর্ষিক কিনা তাও জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

একই সঙ্গে একক প্রার্থীর ক্ষেত্রে তাকে জনগণ পছন্দ করে কিনা এ ব্যাপারে হ্যাঁ/না ভোটের ব্যবস্থার জন্যও আবেদন জানানো হয়েছে।

এছাড়া শুনানি শেষ না হওয়া পর্যন্ত যারা এককভাবে নির্বাচিত হবেন, তাদের যেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা না হয় সে বিষয়ে আদেশ দিতে বলা হয়েছে।

মঙ্গলবার জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটকারীরে পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম।

আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, “সংবিধানে বলা আছে, জনগণ দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে। অথচ জনগণের ভোট ছাড়াই কেউ নির্বাচিত হবেন তা বলা নেই।  অথচ আমরা জানতে পেরেছি ১৫৪ জন বা এর বেশি প্রার্থী সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা অন্যদের সঙ্গে সমোঝতার করে অনেক জায়গায় একক প্রার্থী দিয়েছি।”

তিনি বলেন, “কাউকে নির্বাচনে নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সামনে আসতে হবে। এজন্য তাকে নির্বাচিত করার ব্যাপারে হ্যাঁ/না ভোটের ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে।”

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা প্রত্যাহারের দিন একক প্রার্থী থাকায় ১৫৪জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর সূত্র ধরেই মূলত এ রিট করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া