adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজাকারের বিতর্কিত তালিকা প্রকাশ নিয়ে সংসদে তোপের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ডেস্ক রিপাের্ট : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারের বিতর্কিত তালিকা প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তোপের মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সংসদ সদস‌্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, রাজাকারের তালিকায় যাদের নাম রয়েছে, তারা সক্রিয় ছিল কি না, তা শুধু যাচাই করার ব্যাপার। তবে ওনাদের নাম যে তালিকায় আছে, এতে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে সমস্তু ডকুমেন্টারি এভিডেন্স আছে। এ বিষয়ে আরো যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে।

সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, এ কথাটি সরাসরি বলা যায় না। কারণ, ওই মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে। এ তালিকা সঠিক আছে কি না, তা দেখার দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। প্রকৃত রাজাকাররা এই তালিকায় আসেনি।

এর জবাবে মন্ত্রী বলেন, আমি আগেই দুঃখ প্রকাশ করে সেই তালিকা প্রত্যাহার করে নিয়েছি। ভবিষ্যতে সবার সহযোগিতা নিয়ে এবং যাচাই-বাছাই করে রাজাকারের তালিকা প্রকাশ করব।

ক্ষমতাসীন দলের আরেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তমও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল- যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের তালিকা প্রকাশ করব। আমি মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করি। কেননা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী দিয়েছে, সেটা আমরা জানি না। যেহেতু মালিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই তারাই তালিকাটি প্রকাশ করতে পারত। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী কেন সেটা প্রকাশ করলেন? উনি (মন্ত্রী) সঠিক তালিকা প্রকাশ করতে পারেননি, পারবেনও না।

এর জবাবে মোজাম্মেল হক বলেন, আমরা যে তালিকা প্রকাশ করেছি, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও প্রণয়ন করেনি। তাদের কাছে যা সংরক্ষিত ছিল তা দিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া