adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াবে!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী আকরে ছড়িয়ে পড়ার পর দুই লাখ লোকের মৃত্যু হতে পারে বলে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ছিলেন মার্কিন বিশেষজ্ঞরা। কিন্তু করোনার পিক আসার আগেই দেশটিতে দেড় লাখের বেশি মৃত্যু হয়।

নতুন করে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বৃহস্পতিবার জানিয়েছেন, চলতি বছর ১ ডিসেম্বরের মধ্যেই করোনায় মৃত মার্কিনির সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যেতে পারে।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তে সংখ্যা ৫০ লাখ ৩২ হাজার ১৭৯ জনে দাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৮০৪ জন।

মৃতের নতুন পূর্বাভাস দিয়ে অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা যদি একটু সতর্কভাবে চলেন, নিয়ম মেনে মুখে মাস্ক পরাটা রপ্ত করে ফেলেন, তা হলে অন্তত ৭০ হাজার মানুষের জীবন বাঁচবে।

এই সময় জানায়, বারবার হাত ধোয়া ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকেই মাস্ক পরার ওপর জোর দিতে বললেও, মার্কিনিদের মধ্যে মাস্ক পরার ঝোঁক কম। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও মাস্ক পরতে চান না।

ওয়াশিংটন ইউনিভার্সিটির হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন ইনস্টিটিউটের (আইএইচএমই) ডিরেক্টর ক্রিস্টোফার মার বলছেন, আমেরিকায় সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের মধ্যে সচেতনতা এসেছিল। মুখে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্বও তাঁরা বজায় রাখছিলেন।

‘কিন্তু, সংক্রমণের প্রকোপ কমতেই লোকজন সুরক্ষার কথা ভুলে বিধিনিষেধ আর মানার প্রয়োজন বোধ করছেন না। মুখে মাস্কও পরছেন না। যার পরিণতি ভয়ংকর হতে চলেছে’ সতর্ক করেন তিনি।

আইএইচএমই জানায়, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের মতো এপিসেন্টারগুলিতে করোনার প্রকোপ কমে এসেছে। উল্টো দিকে, ভার্জিনিয়া, কানসাস, মিসিসিপি, কোলোরাডো, ওহিয়োর একাধিক নতুন এলাকা করোনার হটস্পট হয়ে উঠছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া