adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

নিজস্ব প্রতিবেদক : কোভিড ১৯ এর শুরু থেকেই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার তার পরিবারেই হানা দিল এই ভাইরাস। কোভিড আক্রান্ত হয়েছেন সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজা। রোবার পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এর আগে, শনিবার জ্বর অনুভূত হলে সতর্কতা হিসেবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাসরুর রেজা। করোনা পজিটিভ জানতে পেরেই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান, শক্তিশালী কোন উপসর্গ না থাকায় আপাতত বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
এর আগে করোনা মোকাবেলায় নিজ জেলা মাগুরা বেশ সক্রিয় ছিলেন মাসরুর রেজা, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও নিজ উদ্যোগে করোনার এই কঠিন সময়ে গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

তবে ব্যাংক কর্মকর্তা মাসরুর রেজা নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবের মা শিরিন রেজার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে শিরিন রেজার নমুনা পরীক্ষার ফল এখনো হাতে আসেনি।
করোনাকালীন সময়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। তবে সেখানে বসেই নিজের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা মোকাবেলায় নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া