adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার থেকে খুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার (১ জুন) থেকে স্বল্প পরিসরে নিজের কার্যক্রম শুরু করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দেয়া হলেও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এরই মধ্যে নিশ্চিত করেছেন বিষয়টি।
করোনাভাইরাসের প্রকোপের ফলে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে বিসিবির কার্যক্রম। এরূপ পরিস্থিতি ক্রিকেটাররাও পেয়ে গেছেন অনাকাঙ্ক্ষিত ছুটি। তবে বোর্ড কর্মকর্তারা এতদিন ধরে বাসা থেকেই কার্যক্রম অব্যাহত রেখেছেন।

তবে এবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার পরিকল্পনা করছে বিসিবি। সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল অফিস আদালত খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক আগামী মাসের শুরুতেই বিসিবি কার্যালয় খুলে দেয়ার কথা ভাবছে ক্রিকেট বোর্ড।
এই প্রসঙ্গে নিজাউদ্দিন বলেছেন, আমরা স্বল্প পরিসরে আমাদের কার্যক্রম শুরু করার আশা করছি। আমরা অফিসে না এসে এতদিন বাসা থেকে কাজ করেছি। তবে আমরা এই পরিস্থিতি থেকে বের হতে চাই।

অফিস খুলে দেয়ার কথা জানালেও নিজেদের কার্যক্রম শুরুর ব্যাপারে খুব বেশি চাপ দিবে না বিসিবি বলে জানান নিজামউদ্দিম। তার ভাষ্যমতে, যেহেতু আমাদের কার্যক্রম অন্যান্য অফিসের তুলনায় কম গুরুত্বপূর্ণ তাই আমরা ধীরে ধীরে আমাদের কাজ শুরু করবো। তবে এই নিয়ে আমরা খুব বেশি তাড়াহুড়ো করতে চাই না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া