adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে কামালকে বাড়ি কিনে দিলেন তারেক

ডেস্ক রিপোর্ট : লন্ডনের অভিজাত এলাকায় ড. কামাল হোসেনের জন্য বাড়ি কিনে দিয়েছেন তারেক জিয়া। গত অক্টোবর থেকেই এই বাড়িতে থাকছেন ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। অনুসন্ধানে দেখা গেছে, লন্ডনের অত্যন্ত ব্যয়বহুল এলাকা কেনিংটন (Kensington)। এই এলাকায় প্যালেস গার্ডেন ডব্লিউ৮ সড়কে একটি বিলাসবহুল বাড়ির মালিক এখন ড. কামাল হোসেন।

গত সেপ্টেম্বর মাসে জনৈক টমাস মেজর নামের এক ব্যক্তির কাছ থেকে বাড়িটি কেনা হয়। বাড়ি ক্রয়ের জিম্মাদার হন লর্ড কার্লাইল। কার্লাইল বেগম খালেদা এবং তারেক জিয়ার আইনজীবী। ক্রয়ের উৎস সম্পর্কে ক্রয় দলিলে বলা হয়েছে, লন্ডনে আইন পেশা থেকে প্রাপ্ত অর্থ এবং ঋণগ্রহণ।

ক্রয়ের দলিল পর্যালোচনা করে দেখা যায়, ড. কামাল হোসেন তাঁর নামে রাখা ন্যাটওয়েস্ট ব্যাংক থেকে বাড়ির মূল্যের মাত্র ৩০ শতাংশ ২৭ হাজার পাউন্ড পরিশোধ করেন। বাকি অর্থ তাঁর বিভিন্ন শুভার্থী অনুদান বা ঋণ দিয়েছে বলে বাড়ির ক্রয় সংক্রান্ত অর্থের উৎস বিবরণীতে উল্লেখ করা হয়েছে। বাকি ৬৭ হাজার পাউন্ড তিনটি পে অর্ডারের মাধ্যমে টমাসকে পরিশোধ করা হয়েছে। এই তিনটি পে অর্ডারই তারেক জিয়ার করা বলে নিশ্চিত হওয়া গেছে। তারেক জিয়া লন্ডনে তাঁর ব্যবসায়িক পার্টনারদের মাধ্যমে এই পে অর্ডারগুলো করিয়েছেন।

অনুসন্ধানে দেখা যায়, ন্যাট ওয়েস্ট ব্যাংকেও ড. কামাল হোসেনের নামে যে ২৭ হাজার পাউন্ড আইন পেশা থেকে অর্জিত বলে বিবরণীতে বলা হয়েছে, তা আসলে তারেক জিয়ারই টাকা। দেখা যায়, লন্ডনে আইনজীবী লর্ড কার্লাইল ২৯ জুলাই ২০১৮ তে ড. কামাল হোসেনকে তাঁর আইনী পরামর্শক হিসেবে নিয়োগ করেন। এর কারণ হিসেবে হলফনামায় বলা হয় যে, বাংলাদেশে দণ্ডিত তাঁর একজন মক্কেলকে আইনী সহায়তা দেওয়ার জন্য ড. কামাল হোসেনের আইনী পরামর্শ প্রয়োজন।

কারো বুঝতে কষ্ট হয় না যে, কার্লাইলের এই মক্কেল হলেন তারেক জিয়া। এরপর ড. কার্লাইলের ল’ ফার্মের মাধ্যমেই ড. কামাল হোসেনের নামে ন্যাটওয়েস্ট ব্যংকে একটি অ্যাকাউন্ট খোলা হয়। আইনী পরামর্শ দেয়ার পারিশ্রমিক বাবদ ১ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর তিনটি চেকের মাধ্যমে ২৭ হাজার পাউন্ড জমা দেয়া হয়। এর পরপরই বাড়ী ক্রয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যারা এই বাড়ী ক্রয়ের জন্য অনুদান বা ঋণ দিয়েছেন তার প্রত্যেকেই যুক্তরাজ্য জামাত শিবিরের সঙ্গে সম্পর্কিত। এদের অন্তত ২ জন যুদ্ধাপরাধীদের সন্তান।

উল্লেখ্য লন্ডনে যখন ড. কামাল হোসেনকে বাড়ি কিনে দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়, তখনই তিনি জাতীয় ঐক্যফ্রন্টকে চুড়ান্ত অবয়ব দেন। এ সময়ই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ছিটকে পড়েন অধ্যাপক বদরুজ্জোদা চৌধুরী। এই বাড়ী বুঝে পাওয়ার পরপরই ড. কামাল হোসেন যুদ্ধাপরাধীদের দল জামাতকে মেনে নেন। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জামাত ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, লন্ডনে তারেক জিয়ার ঘনিষ্ঠরা জানিয়েছেন, বাড়ী সামান্য উপহার। ড. কামালকে তারেক আরো অনেক কিছুই দিয়েছেন। যার বিনিময়ে ড. কামাল বিএনপি-জামাত জোটের নেতৃত্ব দিয়েছেন। -বাংলা ইনসাইডার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া