adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহসিনের আসনে প্রার্থী হতে চান স্ত্রী

moulvibazar news 21 sep 15(election) - copy_84237 ডেস্ক রিপোর্ট : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। মন্ত্রীর শোক না কাটতেই অন্তত পাঁচ প্রার্থীর সমর্থকেরা শুরু করেছেন নির্বাচনী ততপরতা। এমনই পরিস্থিতিতে প্রার্থী হতে চান প্রয়াত  মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন। দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ীদের চাপ আর পরিবারের অতীত রাজনৈতিক এতিহ্য ধরে রাখতে পরিবারের এই সিদ্ধান্ত।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে শলা-পরামর্শও করেছেন। এমনকি মন্ত্রী কন্যা সৈয়দা সায়লা শারমীন ও সৈয়দা সাবরিনা শারমীন পরিবারের প থেকে বিয়য়টি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন বলে জানান সৈয়দ মহসিন আলীর ছোটভাই সৈয়দ সলমান আলী।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, “বড় ভাইয়ের (মন্ত্রীর) প্রতি জেলার মানুষ যে পরিমাণ সিম্পেথাইজড সেটা আমরা ধরে রাখতে চাই। তাঁর স্বপ্ন পূরণে এবং অসমাপ্ত কাজ সমাপ্তির জন্য ভাবীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।”

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে একাধারে তিনবার চেয়ারম্যন হওয়া ছাড়াও সৈয়দ মহসিন আলী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তিনি পরাজিত করেন বিএনপির অন্যতম মতাধর ব্যক্তি প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে। আর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ থেকে একমাত্র পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব পান সমাজকল্যাণ মন্ত্রনালয়ের।

তিনি একমাত্র মন্ত্রী যিনি নিজ বাড়িতে থাকতেন কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই। আর এজন্যই তিনি এতো জনপ্রিয় ছিলে বলে জানান আওয়ামী লীগ নেতা আতাউর রহমান লোকমান।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিতসাধীন অবস্থায় জেলা আওয়ামী লীগের এই নিবেদিতপ্রাণ নেতা মারা গেলে এই আসনটি শূন্য হয়।


সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ছাড়া আরও পাঁচ প্রার্থীর সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী ততপরতা শুরু করেছেন। তাদের নিজ নিজ প্রিয় নেতাকে প্রার্থী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটার, দলীয় নেতাকর্মী ও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জনতা ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম বিপিএম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন এবং জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমানের পে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলেছেন তাদের অনুসারীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া