adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯ বছরের লজ্জা ভাঙতে চায় জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফরে টেস্টের পর এবার ওয়ানডে লড়াই শুরু জিম্বাবুয়ের। আগামীকাল (রবিবার, ০১ মার্চ) বাংলাদেশের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দুপুর ১টায় শুরু হবে এ ম্যাচ।

দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে সবশেষ ২০১৩ সালে বাংলাদেশকে হারায় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের সবশেষ ওয়ানডে সিরিজ জয় ২০০১ সালে। এরপর টানা আটটি সফরে বাংলাদেশের কাছে হেরে বসে তারা।

তাই এবার বাংলাদেশের মাটিতে নিজেদের রেকর্ড পরিবর্তন করতে চায় জিম্বাবুয়ে। টেস্ট হারলেও ওয়ানডেতে নিজেদের পিছিয়ে রাখতে নারাজ সফরকারীরা। ম্যাচের আগের দিন বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার হুমকি দিলেন জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা।

চিবাবা বলেন, ‘হ্যাঁ, দুটি দুই ভিন্ন ফরম্যাট। তবে এটা সীমিত ওভারের খেলা। আমরা এখানে ভালো করি। আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। আমি মনে করি ওয়ানডে ক্রিকেট আমাদের সেই সুযোগটা দেয়।’

বিগত বছরগুলোতে বাংলাদেশে এসে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের মাঠে শেষ ১৪টি ওয়ানডেতে হেরেছে তারা। যদিও এই ফরম্যাটেই দলটির বড় বড় সাফল্য আছে। চিবাবা বলেন, ‘বাংলাদেশের মাটিতে আমাদের রেকর্ড ভালো নয়। কিন্তু এটা বদলাতে চাই আমরা। সামনে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি আছে। আমাদের জন্য বড় সুযোগ।’

বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখের মত তরুণরা। তারুণ্যে ভরপুর জিম্বাবুয়ের স্কোয়াডও। সাংবাদিকদের সামনে তরুণদের প্রতি শুভকামনা জানান জিম্বাবুয়ের ওয়ানডে নেতা।

তিনি বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশের তরুণদের ব্যাপারে খুব একটা জানি না। তরুণদের চ্যালেঞ্জ গ্রহণ করা সবসময়ই দারুণ। আমাদের দলের তরুণদের দেখতেও মুখিয়ে আছি। নিজের দেশকে প্রতিনিধিত্ব করা বড় ব্যাপার। তরুণদের প্রতি শুভকামনা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া