adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে মওদুদ আহমেদ বললেন – এখনো আন্দোলনের সময় আসেনি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ আন্দোলনের জন্য প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে। কিন্তু আমি মনে করি এখনো আন্দোলনের উপযুক্ত সময় আসেনি। সময়মতো কর্মসূচি দেব।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধান অনুযায়ী সরকার না। এই সরকার অনির্বাচিত সরকার। তাই প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে। ১১ বছর হয়ে গেছে এই সরকারের। দেশের মানুষ এখন অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যত শিগগিরই আসবে, দেশের জন্য ততই মঙ্গল।

দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দুর্নীতি প্রশাসনের প্রত্যেকটি শাখা-প্রশাখায় ঢুকেছে। তারা যতই অভিযানের কথা বলুক, এগুলো উদ্ধার করতে পারবে না। এই অভিযান এখনই প্রায় শেষ। সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আজকে ১১টি বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর দুর্নীতির অভিযোগ। এরা দলীয়ভাবে নির্বাচিত, এরা নিজেদের মেধা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়নি। দলের কারণে তারা সেসব পদে আছেন এবং দুর্নীতি করছেন।

মওদুদ বলেন, মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত। আমি আশা করছি সুপ্রিমকোর্ট আগামী শুনানিতে তাকে জামিন দেবেন। যদি না দেন, তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমানসহ অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া