adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট বাসেল চমক দেখালো লিভারপুলকে হারিয়ে

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুলের মুখোমুখি হয়েছিল অপেক্ষাকৃত দুর্বল দল বাসেল। রিয়াল মাদ্রিদের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়ে গেলেও এ ম্যাচে লিভারপুলকে হারিয়ে চমক সৃষ্টি করেছে বাসেল। সেন্ট জ্যাকব পার্কে ঘরের মাঠে দারুণ পারফর্ম দেখানো বাসেল অতিথি হিসেবে খেলতে নামা লিভারপুলকে প্রথমার্ধে এক রকম চমক উপহার দিয়েছিল। বাসেলের ফুটবলাররা প্রথমার্ধে কোনো গোলের উতসবে মাততে দেয়নি ব্রেন্ডন রজার্সের শিষ্যদের। ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়ে গিয়েছিল লিভারপুল। ৩ মিনিটের মাথায় স্টারলিংয়ের অফসাইডের কারণে গোলটি বাতিল বলে ঘোষণা করে রেফারি। ৩৫ মিনিটের মাথায় বাসেলের সামনে সুযোগ এসেছিল গোল করার। কিন্তু লিভারপুলের গোলরক্ষক মিগনোলেটের দক্ষতায় এ যাত্রায় বেঁচে যায় লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন স্বাগতিক দলের মার্কো স্ট্রেলার। তবে, তার আগের মিনিটে আরো একটি গোল মিগনোলেটের কারণে বঞ্চিত হয় স্বাগতিকরা। ম্যাচের ৭৫ মিনিটে বালোতেল্লি আর লালানা মিলে আক্রমণ শানিয়েছিল বাসেলের দূর্গে। কিন্তু ব্যথ হন গোল করতে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে হারের লজ্জায় ডুবতে হয় লিভারপুলকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া