adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়র সাঈদ খোকন বললেন-ভয় পাবেন না, ডেঙ্গু হলে বিনামূল্যে চিকিৎসা দেবাে

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে একতা সড়কের একটি বাসায় সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্ত্রী সুমি আক্তারকে দেখতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘সম্মানিত নাগরিকদের প্রতি আমার অনুরোধ ভয়ের কিছু নেই, আপনারা আতঙ্কিত হবেন না। নগর কর্তৃপক্ষ আপনাদের পাশে আছে। আগামীকাল থেকে প্রতিটি ওয়ার্ডে আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম আপনাদের সেবায় কাজ করবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আমরা মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্য তাদের চিকিৎসা দেব। মেডিকেল টিম ওষুধ সরবরাহ করবে। যদি কোনো নাগরিক ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কাছে আসতে না পারেন তাহলে আমাদের ফোন করলে স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাসায় চলে যাবে। আপনার একটু সচেতন থাকবেন, সবাই মিলে আমরা ডেঙ্গু মোকাবিলা করব।’

ডিএসসিসি মেয়র বলেন, আপনারা জানেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিগত কয়েক বছরের তুলনায় এবার একটু বেশি। তাই নগর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকল শক্তি দিয়ে এ ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছে। আশা করছি, অচিরেই আমরা নগরবাসীকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দেব।’

ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় ১১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ডিএসসিসির কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের একজন সম্মানিত নাগরিক ডিএসিসির কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেটি আমাদের আইনজীবীরা দেখবেন। কিন্তু আমি মনে করেছি- আমার একজন সংক্ষুব্ধ নাগরিকের পাশে একজন মেয়র হিসেবে তার পাশে থাকা। সে মানবিক বোধ থেকে আমি তার পাশে দাঁড়িয়েছি। তাকে দেখতে এসেছি। আমার বোনের সঙ্গে কথা বলেছি। বোনের শারীরিক সুস্থতার খোঁজ খবর নিয়েছি। আমরা আশ্বস্ত করেছি খুব অচিরেই নগরবাসীকে ডেঙ্গু মুক্ত শহর উপহার দেব।’

এসময় মেয়রের পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী তানজিম আল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন মেয়র এসেছেন, এখনও কি ক্ষতিপূরণ চান? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে আইনি নোটিশ পাঠিয়েছি সেটি শুধু ক্ষতিপূরণ নয়, প্রতিবাদের একটি ভাষা। তাই ক্ষতিপূরণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে মেয়র আসায় আমি আমার পরিবার এবং নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি যেন এভাবেই সবার পাশে দাঁড়ান।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া