adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি-জাপাসহ ৩৭ দলকে সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব না দেয়ায় ৩৭টি দলকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে বিএনপি, জাতীয় পার্টিসহ দলগুলোকে আগামী ৯ জুনের মধ্যে হিসাব জমা দিতে বলো হয়েছে।

কমিশন গত ৯ মে এ বিষয়ে অনুমোদন দিলেও ইসির উপ-সচিব মো. আবদুল হালিম খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি সোমবার দলগুলোর কাছে পাঠানো হয়।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি দল গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নির্ধারিত সময়ে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে।

এ বিষয়ে আবদুল হালিম খান বলেন, ‘দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর সতর্কতামূলক চিঠি দেয়া হয়েছে। সময় মতো হিসাব জমা না দিলে আইন অনুযায়ী দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪ সিসিসি (৫) দফা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দিলে সতর্ক (notice of warning) করে ৩০ দিন সময় দেবে নির্বাচন কমিশন।

এই সময়ের মধ্যে কোনো দল হিসাব দিতে ব্যর্থ হলে কমিশন চাইলে ১০ হাজার টাকা জরিমানা করে আরও ১৫ দিন সময় দিতে পারে। এই ১৫ দিনের মধ্যেও হিসাব জমা না দিলে কমিশন সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করার এখতিয়ার রাখে।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২৫৮ জন, বিএনপির ২৪২ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর জাতীয় পার্টি থেকে ১৭৪ আসনে প্রার্থী দেয়া হয়েছিল।

এদিকে, আরপিও অনুযায়ী, ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব জমা দিতে হয়।

ইতোমধ্যে সে সময় পার হয়ে গেছে। যারা হিসাব দেননি, তাদের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছে নির্বাচন কমিশন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪১টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ কংগ্রেস নামে একটি দল ডাব প্রতীকে এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সিংহ প্রতীকে নিবন্ধন পায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া